কালিয়াচক

সম্পাদক মনোনয়ন নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, ধৃত ১৭

 

কালী পুজো কমিটির সম্পাদক মনোনয়ন নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মালদহের কালিয়াচকের ধুরিটোলা গ্রাম। দুইপক্ষের সংঘর্ষে জখম বেশ কয়েকজন। পুলিশি অভিযানে গ্রেপ্তার দু'পক্ষের মোট ১৭ জন। ধৃতদের রবিবার তোলা হয়েছে মালদা জেলা আদালতে।

    পুলিশ জানিয়েছে, গ্রামে কালীপুজো কমিটির সম্পাদক মনোনয়ন নিয়ে শনিবার প্রাক্তন সম্পাদক নিখিল মন্ডল এবং বর্তমান সম্পাদক বাপন মন্ডলের দলবলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দু'পক্ষ এলাকায় ব্যাপক জমায়েত করে। শুরু হয়ে যায় সংঘর্ষ। হামলায় জখম হয় দু'পক্ষের বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ বাহিনী এলাকায় পৌঁছলে জমায়েতকারীদের অধিকাংশ পালিয়ে যায়। ঘটনাস্থলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় নিখিল মন্ডল সহ ১৭ জনকে। সেই সঙ্গে উদ্ধার হয় বেশ কিছু ধারালো অস্ত্রশস্ত্র, বাঁশ, লাঠি। আহতদের ভর্তি করা হয়েছে সিলামপুর গ্রামীণ হাসপাতাল ও বেদরাবাদ হাসপাতালে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় ধৃত সকলকে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।